কমিউনিটি ব্যাংকে চাকরি, লাগবে অভিজ্ঞতা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধিভুক্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক ব্যাংকে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্রেডিট, ফেরন ট্রেড ও জেনারেল ব্যাংকিং জানতে হবে।  প্রার্থীদের স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ, যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসে দক্ষ হতে হবে।
    বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২২।