জনতা ব্যাংকের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জনের মৌখিক পরীক্ষা ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বেলা তিনটায় পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই সঙ্গে আনতে হবে।
প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।