টাঙ্গাইলবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ৪৫

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও টাঙ্গাইল সার্কিট হাউসে শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাঁদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়

  • ১. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
    পদসংখ্যা: ২০
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

সার্কিট হাউস

  • ৪. পদের নাম: বেয়ারার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৬. পদের নাম: বাবুর্চি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৭. পদের নাম: সহকারী বাবুর্চি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৮. পদের নাম: মালি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
প্রার্থীর বয়স ২৭ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি ও যোগাযোগের নম্বর দিতে হবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা
২৭ মার্চ থেকে আগামী ১৭ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত।