ডেসকো ১০ পদে নেবে ৮১ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ১০ ধরনের পদে ৮১ জন নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনে ৭ মার্চের মধ্যে।

কোন পদে কতজন

১.
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)-১৮টি। বেতন: ৫১,০০০ টাকা।
২.
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)-৩টি। বেতন: ৫১,০০০ টাকা।
৩.
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)-৪টি। বেতন : ৫১,০০০ টাকা।
৪.
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)-২৩টি। বেতন: ৩৯,০০০ টাকা।
৫.
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)-৪টি। বেতন: ৩৯,০০০ টাকা।

৬.
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)-৬টি। বেতন: ৩৯,০০০ টাকা।
৭.
সাবস্টেশন অ্যাটেনডেন্ট-৭টি। বেতন: ২৪,০০০ টাকা।
৮.
অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার-২টি। বেতন: ২৪,০০০ টাকা।
৯.
অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান-১২টি। বেতন: ২৩,০০০ টাকা।
১০. স্পেশাল গার্ড-২টি। বেতন: ১৮,০০০ টাকা।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা ও অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা প্রার্থীরা। http://www.desco.org.bd/bangla/career.php