পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অধীনে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে সাতটি পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জনকে নিয়োগ দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। আগ্রহীরা ওই পদগুলোতে আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম
*সহকারী প্রকৌশলী (সিভিল), গ্রেড–৯, মাসিক বেতন ৩৫৬০০ টাকা, পদ ৫।
*উপসহকারী প্রকৌশলী (ওয়ে), গ্রেড–১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ২।
*উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*উপসহকারী প্রকৌশলী (টেলিকম), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
*রিসেটেলমেন্ট সহকারী, গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১৩।
আবেদনের বয়স
প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম
pbrlp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের সঙ্গে স্ক্যান করে যুক্ত করতে হবে ৩০০-৩০০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর।