পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দশম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১১০।
কারও প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার হলে প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।