পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে নিয়োগ পেলেন ২৭ জন

ফাইল ছবি

পেট্রোবাংলার অধীনে থাকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে ৪টি পদে ২৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদের জন্য ৮ জন, সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের জন্য ৭ জন, সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদের জন্য ৭ জন এবং সহকারী কর্মকর্তা (হিসাব) পদের জন্য ৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের বর্তমান ঠিকানা ও ই-মেইলে ইতিমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে। প্রার্থীদের ২০ ডিসেম্বরের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যোগদানের ঠিকানা: পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন), নলকা, সিরাজগঞ্জ।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ১১০০৬০২, ১১০০৮৭২, ১১০১০১৭, ১১০১০৮১, ১১০১৯৯৪, ১১০২৭৩৬, ১১০২৮৯২, ১১০৩৩৫২।

সহকারী ব্যবস্থাপক (হিসাব): ১২০০২৯৮, ১২০০৪৭৯, ১২০০৫৬৮, ১২০০৫৮৮, ১২০০৭৯৩, ১২০০৮৩০, ১২০০৮৬৫।

সহকারী কর্মকর্তা (প্রশাসন): ১৭০০১১১, ১৭০০২৩৯, ১৭০০২৬২, ১৭০০৩৪৪, ১৭০০৫২২, ১৭০০৭88, ১৭০০৭৬৯।

সহকারী কর্মকর্তা (হিসাব): ১৮০০০৮৯, ১৮০০২১০, ১৮০০২৬৪, ১৮০০২৮৮, ১৮০০৪৩৪।