পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি: ফেসবুক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম সহযোগী অধ্যাপক। বিভাগ অর্থনীতি। পদের সংখ্যা ১। গ্রেড-৪। বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা। আগ্রহী প্রার্থীকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

আগ্রহী প্রার্থীকে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মান ও মাস্টার্স পাস হতে হবে। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা সিজিপিএ-৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫ পেতে হবে। সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা সিজিপিএ-৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণি বা সিজিপিএ-২.৫০-এর কম থাকতে পারবে না।

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে সাত বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা, কমপক্ষে তিনটি স্নাতকোত্তর পর্যায়ের থিসিস গবেষণা পরিচালনার অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে চার বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া স্বীকৃত জার্নালে বিষয়সংশ্লিষ্ট অন্তত পাঁচটি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে তিনটি প্রকাশনা থাকতে হবে সহকারী অধ্যাপক পদে থাকা অবস্থায়।

সংশ্লিষ্ট বিষয়ে এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে আট বছরের শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা, কমপক্ষে দুটি স্নাতকোত্তর পর্যায়ের থিসিস গবেষণা পরিচালনার অভিজ্ঞতা ও সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে চার বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া কোনো স্বীকৃত জার্নালে বিষয়সংশ্লিষ্ট অন্তত পাঁচটি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে তিনটি প্রকাশনা থাকতে হবে সহকারী অধ্যাপক পদে থাকা অবস্থায়।

যেসব সহকারী অধ্যাপকের উচ্চতর ডিগ্রি নেই, তাঁদের ক্ষেত্রে ১২ বছর শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে পাঁচ বছর শিক্ষকতার সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে চারটি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে সহকারী অধ্যাপক থাকার সময় কোনো স্বীকৃত জার্নালে দুটি প্রকাশনা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীকে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ফরম্যাট অনুসরণ করে আবেদন করতে হবে। জমা দিতে হবে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার। ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে। এ ছাড়া নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম দিতে হবে। প্রার্থীকে আট সেট আবেদনপত্র জমা দিতে হবে। শুধু ডাকে আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা।

*চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে