জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার রাতে অ্যানেসথেসিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট পদে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জনকে সুপারিশ করে এ ফল প্রকাশ করে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের মেধাক্রম অনুসারে কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ প্রদান করা হলো।’
পিএসসির সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে অথবা দুর্নীতি বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পাওয়া গেলে সেই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে প্রার্থীকে ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
*ফলাফল দেখতে এখানে ক্লিক করুন