পরীক্ষক-১: বসতে বললেন এবং সনদসহ সব কাগজ চাইলেন। হাতের লেখা যাচাইয়ের জন্য একটি খাতা এগিয়ে দিলেন।
মো. আসাদুস জামান: বাংলা ও ইংরেজি এক লাইন করে লিখলাম এবং স্বাক্ষর দিলাম।
পরীক্ষক-২: কোন বিষয়ে পড়েছেন?
মো. আসাদুস জামান: দর্শন
পরীক্ষক-১: কয়েকজন বিখ্যাত দার্শনিকের নাম বলেন।
মো. আসাদুস জামান: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, রেঁনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ ও জন লক।
পরীক্ষক-১: সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল ও আলেকজান্ডার সম্পর্ক বলুন।
মো. আসাদুস জামান: সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার।
পরীক্ষক-২: বাংলাদেশের কয়েকজন দার্শনিকের নাম বলুন।
মো. আসাদুস জামান: জি সি দেব ও আরজ আলী মাতুব্বর।
পরীক্ষক-১: বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল কোথায় আছে?
মো. আসাদুস জামান: ক্যারিবিয়ান সাগরের দ্বীপে।
পরীক্ষক-১: এটা কোথায় অবস্থিত?
মো. আসাদুস জামান: ওয়েস্ট ইন্ডিজে।
পরীক্ষক-১: তারা কোন ধরনের ম্যাচ খেলবে?
মো. আসাদুস জামান: টি-টোয়েন্টি
পরীক্ষক-১: এর আগে কী খেলেছে?
মো. আসাদুস জামান: টেস্ট ম্যাচ।
পরীক্ষক-১: ক্রিকেটের কয়টি ফরম্যাট আছে?
মো. আসাদুস জামান: তিনটি।
পরীক্ষক-১: কী কী?
মো. আসাদুস জামান: ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি
পরীক্ষক-১: কোনটা কত ওভারের?
মো. আসাদুস জামান: ওয়ানডে ৫০ ওভার, টেস্ট ৯০ ওভার এবং টি-টোয়েন্টি ২০ ওভার।
পরীক্ষক-৩: এখন কী করেন?
মো. আসাদুস জামান: চাকরির জন্য চেষ্টা করছি।
পরীক্ষক-৩: ২০১৬ সালে মাস্টার্স করেছেন।
মো. আসাদুস জামান: জি স্যার।
পরীক্ষক-১: ধন্যবাদ। আপনি অনেক ভালো উত্তর দিয়েছেন। শুভকামনা রইল। আপনি এখন আসুন।
মো. আসাদুস জামান: ধন্যবাদ স্যার।