বাংলাদেশের চিকিৎসকদের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রধান চিকিৎসা ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোয় বাংলাদেশের চিকিৎসকদের ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে।
রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পেজটিতে বলা হয়েছে, ইন্টার্নশিপের সব খরচ বহন করবে রাশিয়া। এ ছাড়া ন্যূনতম খরচে বাংলাদেশি চিকিৎসকদের আবাসনের সুবিধা এবং ভাষা শিখতে সহায়তা করা হবে। ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণের বিষয়, প্রয়োজনীয় দক্ষতার কাগজপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের এই ই–মেইলে ([email protected]) দরকারি সব তথ্য পাঠানো যাবে।