বাংলাদেশ ব্যাংকে চাকরির চূড়ান্ত ফল প্রকাশ

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার এক্স ক্যাডার-নার্স’ পদে নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১/৯/২০২০ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-৪৩/২০২০–এর আলোকে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত রোল নম্বরধারী সাত প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। রোল নম্বরগুলো হলো ১০০০৪৮, ১০২৫৫৩, ১০২৩৩২, ০০৮১১, ১০০১১১, ১০৩৫৮১ ও ১০১২৩০। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরগুলো বাম থেকে ডানে মেধাক্রমানুসারে সাজানো।

নির্বাচিত প্রার্থীদের প্রাক্‌-পরিচয় সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্য দলিলাদি যাচাই সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।