বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসকদের চাকরির সুযোগ

প্রতীকী ছবি

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে লোক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা ১২ ডিসেম্বর পর্যন্ত ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে আবেদন করতে পারবেন।

ক্যাটাগরির নাম

ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, নিউরোলজিস্ট, ইনটেনসিভিস্ট, অর্থোপেডিক সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রোয়েন্টারোলজিস্ট, নিউরোসার্জন, ইউরোলজিস্ট, কার্ডিওথোরাসিস সার্জন।

আবেদনের নিয়ম

আগ্রহী ব্যক্তিরা www.joinbangladesharmy.army.mil.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষার ফলও এখানেই মিলবে।

আবেদন ফি

ওয়েবসাইটে ঢুকে হোম পেজে ‘অ্যাপ্লাই নাউ’–তে ক্লিক করে ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের টি–ক্যাশ, ভিসা/মাস্টার্স কার্ড, বিকাশ ও রকেটের মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি প্রদানের পর তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলআপ লেটার পাওয়া যায়।

আবেদনের শেষ দিন

১২ ডিসেম্বর ২০২০।

নির্বাচনপদ্ধতি


মৌখিক পরীক্ষা হবে। এ পরীক্ষা হবে ঢাকা সেনানিবাসের ডিজিএমএস অফিসে ২১ ডিসেম্বর।