বিএন ডিইডব্লিউ উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ জনবল নিয়োগের জন্য প্রথম আলো পত্রিকার চাকরি–বাকরির পাতায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।

পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)

পদসংখ্যা:

যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ, সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর পাস হতে হবে।

পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)

পদসংখ্যা:

যোগ্যতা: সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ, সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর পাস হতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা:

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বয়স: প্রার্থীর বয়স আগামী ১৩ মার্চ ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন: সহকারী শিক্ষক (গণিত, ভৌত বিজ্ঞান) হিসেবে খণ্ডকালীন ভিত্তিতে (নির্দিষ্ট মেয়াদে) নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক দক্ষতার ভিত্তিতে চাকরির মেয়াদ বৃদ্ধি এবং বিদ্যালয়ের প্রচলিত নিয়ম মেনে বেতন দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মীকে দৈনিক ভিত্তিতে মজুরি দেওয়া হবে।

যেভাবে আবেদন: মুঠোফোন নম্বর উল্লেখ করে নিজ হাতে লিখিত আবেদনের সঙ্গে দুই কপি ছবি, নাগরিকত্ব সনদ/ ভোটার আইডি ও সব একাডেমিক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: প্রার্থীদের আগামী ১৩ মার্চ বিকেল চারটার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।