বিজ্ঞানে স্নাতকদের জন্য ভূমি সংস্কার বোর্ডে চাকরি

ভূমি সংস্কার বোর্ডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ পদে মোট ৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। তবে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স এ বছরের ২০ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ((http://lrb.teletalk.com.bd ) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র আগামী ১১ জুলাই পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা।
*চাকরির বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে

বিজ্ঞানে স্নাতকদের জন্য ভূমি সংস্কার বোর্ডে চাকরি.pdf