যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের একটি সিভি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবিসহ সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্রের সঙ্গে যা যা লাগবে
দুটি রেফারেন্সসহ সিভি
বর্তমান ও পূর্বের পদ–কর্মস্থল
চাকরির বৃত্তান্ত
বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন
শিক্ষাগত অবস্থার বিবরণ
বৈবাহিক অবস্থা
৩১ মার্চ ২০২২ তারিখে বয়স
মা-বাবার পেশা ও সহশিক্ষা।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বরাবর, প্রধান, মানবসম্পদ বিভাগ, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (দ্বিতীয় তলা), ৬৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।
আবেদনের শেষ সময়: ৫ মে ২০২২।