বিদেশি ব্যাংকে চাকরি, রয়েছে ছুটি ভাতা

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে দুই পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ইন্টারনাল কন্ট্রোল অফিসার
    বিভাগ: ইন্টারনাল কন্ট্রোল ডিপার্টমেন্ট
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ, সিপিএ, এসিসিএ বা সিএ (অন্তত প্রথম লেভেল পাস) সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর আইসিসিডি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিটিং সিস্টেম, ফরেম এক্সচেঞ্জ ও ট্রেজারি ফাংশন জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জনাতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের একটি সিভি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবিসহ সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্রের সঙ্গে যা যা লাগবে

  • দুটি রেফারেন্সসহ সিভি

  • বর্তমান ও পূর্বের পদ–কর্মস্থল

  • চাকরির বৃত্তান্ত

  • বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন

  • শিক্ষাগত অবস্থার বিবরণ

  • বৈবাহিক অবস্থা

  • ৩১ মার্চ ২০২২ তারিখে বয়স

  • মা-বাবার পেশা ও সহশিক্ষা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বরাবর, প্রধান, মানবসম্পদ বিভাগ, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (দ্বিতীয় তলা), ৬৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।

আবেদনের শেষ সময়: ৫ মে ২০২২।