বিসিএস প্রিলিতে ঢাকার ১৬৭ কেন্দ্রে থাকবেন যে যে ম্যাজিস্ট্রেট
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৬৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৬৭টি কেন্দ্রের প্রতিটিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬৭ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কন্ট্রোল রুমে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ১০ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ঢাকার কেন্দ্রগুলোর জন্য নিয়োগ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২৩ অক্টোবর পিএসসির সেমিনারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং পরীক্ষার দিন সকালে পিএসসির অফিসে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ অক্টোবর অনুষ্ঠেয় এমসিকিউ টাইপ প্রিলিমিনারি পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, ব্যাগ, গয়না ও কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢোকা যাবে না। কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ আগেই পিএসসির অনুমতি নিতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫; ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫; বাংলাদেশ বিষয়াবলি ৩০; আন্তর্জাতিক বিষয়াবলি ২০; ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০; সাধারণ বিজ্ঞান ১৫; কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫; গাণিতিক যুক্তি ১৫; মানসিক দক্ষতা ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টার পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষাকেন্দ্র
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।