বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সহযোগী অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

  • ২. পদের নাম: প্রভাষক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

  • ৩. পদের নাম: প্রভাষক (রসায়ন)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

  • ৪. পদের নাম: লাইব্রেরি সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • ৫. পদের নাম: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা এই ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের ছক সংগ্রহ করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পদ্ধতি, যোগ্যতা, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের এই বিশ্ববিদ্যালয় শাখায় ১ নম্বর পদের জন্য ৭৫০ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ২৫০ টাকা পাঠাতে হবে। কস্ট মেমোর মূল কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২২।