ব্লাস্টে চাকরির সুযোগ, বেতন ৩৪,৮৬০
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ‘স্টাফ ল ইয়ার’ পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: স্টাফ ল ইয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি/এলএলএম ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাইকোর্ট এনরোলমেন্ট থাকতে হবে। এ ছাড়া অন্তত দুই বছর আদালতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাবলিক ইন্টারেস্ট নিয়ে অ্যাডভোকেসি করার সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৩৪,৮৬০ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।