মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চাকরির ফল প্রকাশ

ফাইল ছবি

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) ড্রাইভার পদে নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৬ আগস্ট সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

গত ২২ জুন স্পারসোর ড্রাইভার পদে নিয়োগের জন্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট বেলা আড়াইটায় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ।

সাক্ষাৎকারের সময় ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র, মূল আবেদনপত্র (রঙিন প্রিন্ট), ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সংশ্লিষ্ট কাগজপত্র এবং সব কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি সাক্ষাৎকারের বোর্ডে জমা দিতে হবে।