রাঙামাটিবাসীর জন্য সরকারি চাকরি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ দুই কার্যালয়ে দুটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য রাঙামাটি জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক/সমমান পাস। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় কমপক্ষে ৮০ ও ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
পদের নাম: লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়স: ১ মার্চ তারিখে বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে এই লিংকের http://dcranqamati.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি–পেইড মুঠোফোনের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা পরীক্ষা ফি বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।