default-image

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চারটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার পদে চাকরি পাবেন পাঁচজন। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে প্রোগ্রামার পদে দুজন, নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার একজন, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন ও সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) পদে একজন নিয়োগ পাবেন। ফুলটাইম এ চাকরিতে নারী-পুরুষ সবাই আবেদন করতে পারবেন।

বেতন

প্রোগ্রামার, নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা। সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) পদের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও পাবেন এসব পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা।

চাকরি আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে এসব পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম

আগ্রহী ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/career/mar182021_bscs_50.pdf এর মাধ্যমে আবেদন করতে পারবেন । আবেদনের সঙ্গে ৬০০-৬০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

রকেটের মাধ্যমে ২০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

আগামী ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন