default-image

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার পদের ফলাফল (২য় পর্যায়) প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস)। গতকাল মঙ্গলবার এই ফলাফল ওয়েবসাইটে দ্বিতীয় পর্যায়ের এ ফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ৬৭ জন।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০১৭ সালে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রণীত প্যানেল থেকে সিনিয়র অফিসার পদে প্রাথমিকভাবে (২য় পর্যায়) ৬৭ জনকে নির্বাচন করা হয়েছে। নিয়োগ পাওয়া সিনিয়র অফিসারদের এখন বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

default-image

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগের পরবর্তী বিভিন্ন ধাপ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের কর্তৃপক্ষ সম্পন্ন করবে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

রূপালী ব্যাংকের ফল এখানে দেখুন

বিজ্ঞাপন
নিয়োগ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন