সাত ব্যাংকের অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ২১ জানুয়ারি

এমসিকিউ/লিখিত পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত পড়াশোনা করুন। মডেল: মিশু।
ফাইল ছবি: জাহিদুল করিম

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল ব্যাংক, আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

রাজধানীর ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৭ হাজার ৮৯৭ জন।

চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। পরীক্ষাকেন্দ্রের নাম দেখা যাবে এ লিংকে