সিআরপি নার্সিং কলেজে চাকরির সুযোগ

পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিচালিত সিআরপি নার্সিং কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৩ পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে।

  • পদের নাম: সহকারী অধ্যাপক
    পদসংখ্যা:
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং, এমএসসি (নার্সিং) অথবা এমপিএইচ ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনা থাকতে হবে। প্রতিটি প্রকাশনাকে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে।
    বেতন স্কেল: ১৫,০০০-৩৩,৫০০ টাকা

  • পদের নাম: প্রভাষক, গ্র্যাজুয়েট নার্সিং
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং অথবা পাঁচ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতাসহ পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৪,৭০০ টাকা

  • পদের নাম: ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর
    পদসংখ্যা:
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিসহ পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৪,৭০০ টাকা

বয়সসীমা

প্রভাষক ও ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদে সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং সহকারী অধ্যাপকের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

যেভাবে আবেদন
জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রকাশনার ফটোকপি ও অনলাইন লিংক (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্বের সনদ, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ দুই কপি আবেদন পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা
সিআরপি নার্সিং কলেজ, সিআরপি, চাঁপাইন, সাভার, ঢাকা-১৩৪৩।

আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২২।