সেভ দ্য চিলড্রেনে স্থায়ী ও অস্থায়ী চাকরির সুযোগ
বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুই পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিকে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কো-অর্ডিনেটর-রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: সামাজিক বিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণাকাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
পদের নাম: সিনিয়র অফিসার-আইসিটি, সূচনা
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: আইসিটি সংশ্লিষ্ট কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কর্মস্থল: সিলেট
যেভাবে আবেদন: দুই পদের জন্য আগ্রহী প্রার্থীরা এই লিংকের () মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে কাভার লেটার ও হালনাগাদ সিভি দিতে হবে। এ ছাড়া প্রত্যাশিত বেতনও আবেদনে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০২২।