এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকরি, বেতন লাখের বেশি
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এই কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের পাশাপাশি ই–মেইলে সিভি পাঠাতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার—ওঅ্যান্ডএম
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচআরএমে ইএমবিএ, এমবিএ, এইচআরএমে এমবিএস বা এমকম ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল অ্যাকাউন্টিং, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এইচআরএম, পুলিশ ভেরিফিকেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স, ভিসা প্রসেসিং ও ওয়ার্ক পারমিট প্রসেসিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৫৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা।
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিল ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া ছবিসহ সিভি [email protected] এই ঠিকানায় মেইল করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২২।