ডিপিডিসিতে চাকরি, পদ ৫০, আবেদন ফি ১,০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক ৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ২৫
    যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/ বাণিজ্য বিষয়ে স্নাতক বা সমতুল্য ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য গ্রহণযোগ্য নয়। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা আকাঙ্ক্ষিত হলেও অত্যাবশ্যক নয়। কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে।
    চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
    বেতন স্কেল: ২৪,০০০ টাকা
    সুযোগ–সুবিধা: মাসে যাতায়াত ভাতা ৩০০০ টাকা, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা ২০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া, তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ। এ ছাড়া প্রতি বছর দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইস্যুরেন্স ও ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্রাচ্যুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
    পদসংখ্যা: ২৫
    যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/ বাণিজ্য বিষয়ে স্নাতক বা সমতুল্য ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য গ্রহণযোগ্য নয়। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা আকাঙ্ক্ষিত হলেও অত্যাবশ্যক নয়। কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)
ছবি: সংগৃহীত

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
বেতন স্কেল: ২৫,০০০ টাকা
সুযোগ-সুবিধা: মাসে যাতায়াত ভাতা ৩০০০ টাকা, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা ২০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া, তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ। এ ছাড়া প্রতি বছর দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইস্যুরেন্স ও ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্রাচ্যুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ৬ অক্টোবর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে গিয়ে শর্তাবলি, ফি জমাদান, আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংকের Click here to apply for the post–এ ক্লিক করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি
মোবাইল ব্যাংকিং সেবা রকেট বা নগদের মাধ্যমে আবেদন ফি বাবদ ১,০০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২২।

আরও পড়ুন