শিউলি ফুল

শিউলি গাছে ফুটন্ত ফুল। সংগৃহীত
শিউলি গাছে ফুটন্ত ফুল। সংগৃহীত

শিউলি তুমি কমলা বোঁটার ছোট্ট সাদা ফুল,
শুভ্র কোমল পাপড়ি তোমার স্নিগ্ধতায় অতুল।
সবুজ পাতার কচি ডালে নম্র হয়ে থাক,
লজ্জামাখা মুচকি হেসে প্রিয়ার ছবি আঁক।
স্বপ্নে দেখার প্রাণ প্রিয়াকে কাছে পেতে চাও,
চাঁদনি রাতের মিষ্টি হাওয়ায় সুবাস ছড়িয়ে দাও।
মধ্যরাতেও জেগে থাক প্রিয়ার অপেক্ষায়,
আসবে কাছে বাসবে ভালো সেই যে প্রতীক্ষায়। 

ঘুম জাগা চোখ ঢুলুঢুলু মুখে তোলো হাই,
নিঃসঙ্গতায় কাটে প্রহর প্রিয়ার দেখা নাই।
অভিমানে কষ্ট তোমার বুক ফাটিয়ে কাঁদে,

শিশিরভেজা সবুজ ঘাসে ঝরা শিউলি ফুল। সংগৃহীত
শিশিরভেজা সবুজ ঘাসে ঝরা শিউলি ফুল। সংগৃহীত

মলিন মুখে চেয়ে থাক আকাশের ওই চাঁদে।
দুঃখ তখন সাথি হয়ে আলোর জ্যোৎস্নায়,
ঢলতে বলে শিশিরভেজা ঘাসের বিছানায়।
প্রিয়ার আশায় রাত্রি জেগে ভোরেই ঝরে যাও,
নিজকে এমন বিলিয়ে দিয়ে কি সুখ তুমি পাও।
হেমন্তের খুব সকালবেলায় সাজি হাতে এসে,
ছেলেমেয়েরা তোমায় কুড়িয়ে তোলে নিগূঢ় ভালোবেসে।
রঙিন সুতায় মালা গেঁথে সাজায় ঝরা ফুল,
ভালোবাসার ছোঁয়া পেয়ে তোমার ভাঙে ভুল।

(রানা টাইগেরিনা, টরন্টো, কানাডা। ইমেইলঃ [email protected])