উচিটায় এশিয়ান উৎসব ও সুন্দরী প্রতিযোগিতা

সুন্দরী প্রতিযোগিতার ফাইল ছবি
সুন্দরী প্রতিযোগিতার ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটায় আজ (২৯ অক্টোবর) শনিবার অনুষ্ঠিত হবে এশিয়ান ফেস্টিভ্যাল অ্যান্ড বিউটি কনটেস্ট। উচিটা এশিয়ান অ্যাসোসিয়েশন প্রতি বছর এ উৎ​সবের আয়োজন করে থাকে। ডাউন টাউনের সেঞ্চুরি কনভেনশন হল ২-এ বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎ​সব ও প্রতিযোগিতা চলবে।
বাংলাদেশসহ এশিয়ার ১১টি দেশ এতে অংশগ্রহণ করবে। ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটায় বসবাসরত এশিয়ার নানা দেশের অভিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন এশিয়ান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাথি উইং। সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে সারাহ করিম অংশগ্রহণ করবেন। তাঁর পারফরমেন্স ভালো হবে বলে তিনি আশাবাদী।
চীন, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ, নেপাল, লাওস, মিয়ানমার, ইরান ও সিরিয়াসহ ১১টি দেশ এ উৎ​সবে নানা পদের সুস্বাদু খাবারের স্টল সাজাবে। ভোজন রসিক মানুষ ইতিমধ্যে নানা দেশের খাদ্যের অর্ডার বুকিং দিয়ে রেখেছেন।

এ ছাড়া থাকছে চাইনিজ ড্রাগন ড্যান্স, ভিয়েতনামি ফ্যান ড্যান্স, জাপানিজ ড্রাম ড্যান্সসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।