প্রবাসীদের নিজ এলাকায় বিনিয়োগের আহ্বান

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে রোববার যুক্তরাষ্ট্রপ্রবাসী হবিগঞ্জবাসী আয়োজিত সংবর্ধনায় মোতাচ্ছিরুল ইসলাম ও অন্যরা। ছবি: প্রথম আলো
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে রোববার যুক্তরাষ্ট্রপ্রবাসী হবিগঞ্জবাসী আয়োজিত সংবর্ধনায় মোতাচ্ছিরুল ইসলাম ও অন্যরা। ছবি: প্রথম আলো

প্রবাসীদের নিজ নিজ এলাকায় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম।

স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্রপ্রবাসী হবিগঞ্জবাসী আয়োজিত সংবর্ধনায় মোতাচ্ছিরুল এ আহ্বান জানান।

মোতাচ্ছিরুল বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের সুনিবিড় স্থানে পরিণত হয়েছে। সিলেট তথা হবিগঞ্জের অনেক মানুষ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা সব সময় এলাকার খোঁজখবর রাখেন। তাঁদের মধ্যে অনেকেই নিজ নিজ এলাকায় বিনিয়োগও করছেন।

হবিগঞ্জ চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশে আইটি খাত খুবই সম্ভাবনাময়। এই খাতে টেকসই বিনিয়োগ সম্ভব। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অনেক প্রবাসী বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। তাঁদের বিনিয়োগে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

আয়োজনে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী। বক্তব্য দেন নাসির উদ্দিন চৌধুরী, জকি উদ্দিন চৌধুরী, ইমদাদুর রহমান চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, মুজাহিদ আনসারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিমুল রহমান।