নির্বাচনের আগে ফের রক্তাক্ত প্যারিস

.
.

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দুই দিন আগে রাজধানী প্যারিস সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো। বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে প্যারিসের কেন্দ্রস্থলে পর্যটক এলাকা বলে পরিচিত অ্যাভিনিউ দ্য শম্প এলিজেতে টহলরত পুলিশকে লক্ষ্য করে ওই হামলা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, নিহত পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে।

হামলার পর গোটা এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জনসাধারণকে সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করে পুলিশ।

গুলির ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।