পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব

বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য

অস্ট্রেলিয়ার পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব। বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই উৎসবের আয়োজন করে। কার্টিন বিশ্ববিদ্যালয়ের ওয়েসফার্মের কোর্টে সম্প্রতি অনুষ্ঠিত পয়লা বৈশাখের এই উৎসবে যোগ দেন প্রায় চার শ দর্শক। তাদের মধ্যে ছিলেন কার্টিনের বাংলাদেশি ও অন্যান্য দেশের শিক্ষক ও শিক্ষার্থী এবং পার্থে বসবাসরত অন্যান্য বাংলাদেশি।

ইয়াসিনের নেতৃত্বে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে শুরু করা হয় নববর্ষের উৎসব। পরবর্তীতে গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয়ে বাংলাদেশের ছয়টি ঋতু। এতে অংশগ্রহণ করেন প্রিয়াঙ্কা, প্রাজনা, সাথি, শ্রেয়া, আদৃতা, রুমানা, দোয়েল, সিথি ও লিমা। গান পরিবেশন করেন পার্থের বিশিষ্ট সংগীতশিল্পী শাওলি শহিদ, তাসনেমুল গালিব ও অন্যান্য শিল্পীরা। তাকদুম তাকদুম বাজাই গানের যন্ত্রসংগীত পরিবেশন করেন তন্ময় নাথ, নজরুল, অনুপ ও প্রিয়াঙ্কা।

বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য

বিশেষ আঞ্চলিক গানে নৃত্য পরিবেশন করেন নাফিসা ও মাহিন। বিভিন্ন জনপ্রিয় বাংলা গান উপস্থাপন করেন ইয়াসিন ও রাকিন। একাল ও সেকালের বৈশাখ নিয়ে বানানো নাটকে অভিনয় করে দর্শকদের মাতিয়ে রাখেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ্দিদ, অবন্তী, নাফিসা, রিজভি ও মাহিন। বাংলা ছবির ‘তুমি ছুঁয়ে দিলে মন’ গানের সঙ্গে নাচ ও ‘মেলায়ে যাইরে’ গান দিয়ে দর্শকদের মন জয় করে অনুষ্ঠান শেষ হয়।
এ ছাড়া উৎসবে আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল এবং খেলার প্রতিযোগিতা। নববর্ষে বরণ করে নেওয়া হয় নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের। নতুনদের উদ্দেশে বক্তব্য দেন ড. প্রবীর সরকার।
পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নাদিয়া হক। উৎসবের মঞ্চসজ্জায় ছিলেন অবন্তী, নাফিসা, রিজভি, সাদ্দিদ, অমিত, কিফায়েত, শাহরিয়ার ও নিলয়। শব্দ ও আলোক নির্দেশনায় ছিলেন ওয়াজির, কিফায়েত, অমিত ও রনি। অন্যান্য সহযোগিতায়ে ছিলেন তানিম জাহাঙ্গীর, সাইফুল্লাহ, রাব্বি, সাফওয়ান ও আরিফ। বিশেষ সহযোগিতায়ে ছিলেন শহিদুল হাসান স্বপন ও মোয়াজ্জেম হোসেন। ভেন্যু সজ্জায় ছিলেন রাকিন ও তন্ময়। উৎসবের মূল পরিকল্পনা ও পরিচালনায়ে ছিলেন মোহাম্মেদ সোহেল ও সূচি বড়ুয়া।

বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য
বৈশাখী উৎসবের একটি দৃশ্য