ফ্রাঙ্কফুর্টে অভিষেক ও ঈদ পুনর্মিলনী

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

বর্ণাঢ্য আয়োজনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠীর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় একটি অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে সংগঠনের অভিষেক এবং ঈদ পরবর্তী বাংলাদেশিদের মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ফ্রাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া মন মাতানো এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমান, হাফিজুর রহমান, মোহাম্মদ ইউসুফ, সিদ্দিকুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সুমা তালুকদার, বদরুন্নাহার রহমান, বুশরা রহমান, সাহানাজ জামান ও ক্লাউডিয়া ইউসুফ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতারের সাবেক শিল্পী জালাল আবেদীন।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

উৎসবে শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের নাচ গান অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। শিশুশিল্পী তুরসা, জারা উদ্দীন, অনিন সরকার, রায়হানা শিকদারের অসাধারণ নৃত্য অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

মিতি মারজানা, অনিমা তালুকদার, মোনা সারোয়ার, নিম্মী কাদের, রেয়াল আনোয়ার, পলি সেলিম, সায়লা তালুকদার, কণা ইসলাম, সুমা তালুকদার ও আতিকুর রহমানের একের পর এক গান অনুষ্ঠানকে অসাধারণ করে তোলে।
এ ছাড়া বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

আয়োজকেরা বলেন, সুদূর প্রবাসে থেকেও তারা বাংলা সংস্কৃতির প্রতি প্রবল ভালোবাসা থেকেই অরাজনৈতিক এই শিল্পী গোষ্ঠীটি গঠন করেছেন। প্রবাসে বসবাসকারী নবীন–প্রবীণ সকলের কাছে সুন্দর বাংলা সংস্কৃতিকে বেশি বেশি করে তুলে ধরতে তারা বদ্ধপরিকর বলে জানান।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

হাবীবুল্লাহ আল বাহার: ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।