বাংলাদেশের শিল্প-সংস্কৃতিতে মুগ্ধ জাপানিরা

পাটজাত ও নকশিকাঁথার সামগ্রী দেখছেন অতিথিরা
পাটজাত ও নকশিকাঁথার সামগ্রী দেখছেন অতিথিরা

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য, সৌন্দর্য, পর্যটন ও সম্ভাবনা জাপানিদের কাছে তুলে ধরার প্রয়াস হিসেবে টোকিওর বাংলাদেশ দূতাবাস গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) আয়োজন করে এক অনুষ্ঠানের। জাপানের বিশিষ্ট নাগরিক সংগঠন মিতসুকুশির সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাটজাত ও নকশিকাঁথার সামগ্রী
পাটজাত ও নকশিকাঁথার সামগ্রী

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা মিতসুকুশি সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি তাঁদের কাছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্টে একটি বিশদ প্রেজেন্টেশন করেন। প্রেজেন্টেশন শেষে রাবাব ফাতিমা তাঁদের বাংলাদেশে ভ্রমণ ও বিনিয়োগের আহ্বান জানান।

পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিচ্ছেন রাবাব ফাতিমা
পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিচ্ছেন রাবাব ফাতিমা

অনুষ্ঠানে বাংলাদেশের পাটজাত ও নকশিকাঁথার আকর্ষণীয় দ্রব্যাদি প্রদর্শন ও বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেদি দিয়ে জাপানি নারীদের হাত রাঙানোরও ব্যবস্থা করা হয়। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যে জাপানিরা খুবই অভিভূত হন এবং তারা এ রকম আয়োজন আরও বেশি বেশি করার অনুরোধ করেন।
পরে বাংলাদেশের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি