স্পেনে বাংলাদেশিদের নতুন বছর বরণ

মাদ্রিদে আতশবাজি
মাদ্রিদে আতশবাজি

স্পেনের রাজধানী মাদ্রিদে স্থানীয় অধিবাসীদের পাশাপাশি ২০১৭ সালকে বিদায় জানিয়ে ২০১৮ সালকে বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। ঘড়ির কাঁটা রাত ১২টায় পৌঁছালেই মাদ্রিদে শুরু হয় আলোর ঝলকানি।

মাদ্রিদে আতশবাজি
মাদ্রিদে আতশবাজি

রাতের আকাশ বর্ণিল রঙে আলোকিত হয়ে ওঠে। শুধু স্থানীয় অধিবাসী ও বাংলাদেশিরাই নয়, স্পেনপ্রবাসী বিভিন্ন দেশের মানুষও পাল্লা দিয়ে এই আনন্দে শামিল হন। বিভিন্ন বাড়িতে চলে পার্টি। ছোট ছোট ছেলেমেয়েরাও নতুন বছরকে স্বাগত জানিয়ে মেতে ওঠে আনন্দে।

আলোকসজ্জা
আলোকসজ্জা

মাদ্রিদ ছাড়াও বার্সেলোনা, মালাগা, মুর্ছিয়া, আলিকান্তেসহ বিভিন্ন শহরে নববর্ষের উৎসব আয়োজনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশিসহ সবাই আশা করছেন ২০১৮ সাল বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি।

সংবাদ প্রেরক: কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন।