বিদেশের মাটিতে বাংলাদেশের মোহময় মনোছবি

একুশের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব
একুশের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব

বিদেশের মাটিতে কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে ছোট একখণ্ড বাংলাদেশের মোহময় মনোছবি হৃদয়ে গেঁথে ঘরে ফেরা যে কতটা সুখের আর গর্বের, তা এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাড়া বোধ করি অন্যদের অনুভূতিতে প্রতিধ্বনিত হওয়ার নয়। তেমনি একটি অনুষ্ঠান হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উপলক্ষে কম্বোডিয়ার রাজধানী নমপেনে।

দেশটিতে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ পালিত হয়েছে। এ দেশে বসবাসকারী বাংলাদেশি এবং বাংলাভাষীরা সপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

একুশের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব
একুশের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়। দ্বিতীয় পর্বে ছোটদের অবগতির জন্য একুশের পটভূমি নিয়ে আলোচনা, একুশের কবিতা এবং সম্মিলিত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
নিজ দেশ ও সংস্কৃতির স্পর্শ হতে দূরে থাকা শিশু ও কিশোরদের জন্য একুশের ওপর প্রশ্ন ও উত্তর এবং পুরস্কার বিতরণী পর্বটি ছিল অত্যন্ত মনোজ্ঞ।

সরদার সায়িদ আহমেদ: নমপেন, কম্বোডিয়া।