ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্কের কমিটিতে বাংলাদেশি

ভূঁইয়া এন জামান
ভূঁইয়া এন জামান

ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যনির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ড থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল সংবাদ ২১ ডটকমের সম্পাদক ভূঁইয়া এন জামান। গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে ২০১৮-২০১৯ সালের জন্য নতুন কার্যনির্বাহী বোর্ড গঠিত হয়। নতুন কার্যনির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে ভিয়েনা টিটোর পুনরায় নির্বাচিত হওয়ার পাশাপাশি বোর্ডের অপর চারজন সদস্য নির্বাচন করা হয়। ভূঁইয়া এন জামান সংগঠনের সদস্যপদ নেওয়ার এক বছরের মাথায় প্রথম কোনো বাংলাদেশি হিসেবে কার্যনির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলেন।

ইউরোপিয়ান জার্নালিস্ট নেটওয়ার্ক ইউরোপের বেশ পুরান ও ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ে ও তাদের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ভূঁইয়া এন জামান ফিনিশ সাংবাদিক ইউনিয়ন ও আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাবের সক্রিয় সদস্য। বিজ্ঞপ্তি