দিল্লিতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সম্মেলনে বাংলাদেশ

আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৌফিক-ই-ইলাহী চৌধুরী
আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৌফিক-ই-ইলাহী চৌধুরী

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ১৬তম আন্তর্জাতিক জ্বালানি ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন। বাংলাদেশসহ ফোরামের ৭২টি সদস্য দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ সরকারি প্রতিনিধি, কূটনীতিক, জ্বালানি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। ১০-১২ এপ্রিল অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

উদ্বোধনী দিনে তৌফিক-ই-ইলাহী প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেন। এ অধিবেশনে তিনি জ্বালানির দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার প্রেক্ষিতে গবেষণা, নতুন আবিষ্কার ও সৃষ্টিশীলতার ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে, বাংলাদেশ আর্থসামাজিক খাতে প্রমুখ উন্নতি সাধন করেছে এবং আমাদের জ্বালানি চাহিদা বাড়ছে। বাংলাদেশ সে লক্ষ্যে আদর্শ জ্বালানি সমন্বয় নির্ধারণের ব্যাপারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জ্বালানি প্রতিমন্ত্রী রাজ কুমার সিং এবং নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাতৃকা প্রসাদ যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি, নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি জেনারেল ইলেকট্রিক, ওএনজিসি ও ইন্টারন্যাশনাল এনার্জি চার্টারের সিইওদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্ভাব্য নতুন সহযোগিতার ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক জ্বালানি ফোরাম বিশ্বের ৭২টি দেশের জ্বালানি মন্ত্রীদের অংশগ্রহণে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। যেখানে এসব দেশের জ্বালানি মন্ত্রীরা নিয়মিত সভায় মিলিত হন ও সমসাময়িক জ্বালানি ইস্যুতে মতবিনিময় করে থাকেন। এ বছরের সম্মেলনে দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি ও জ্বালানি ব্যবস্থাপনার ওপর আলোকপাত করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করেন। এ সময় জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী তাঁকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি