আনন্দ-উৎসবে মাদ্রিদে বাংলা বর্ষবরণ

অতিথিদের বৈশাখী খাবার দিয়ে আপ্যায়ন
অতিথিদের বৈশাখী খাবার দিয়ে আপ্যায়ন

স্পেনের রাজধানী মাদ্রিদে নানা আয়োজনে বরণ করা হয়েছে বাংলা নববর্ষকে। স্পেনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ষবরণ করা হয়। এ উপলক্ষে গতকাল পয়লা বৈশাখ দূতাবাস ভবন ও হলরুম আলপনা এঁকে এবং রঙিন কাগজ, ফুল ও ব্যানার দিয়ে মনোরম সাজে সাজানো হয়। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় যোগ দেন।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এখন বাঙালির সবচেয়ে বড় ও সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে সম্প্রীতি ও একতা প্রতিষ্ঠায় পয়লা বৈশাখ উদ্‌যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তব্য দিচ্ছেন হাসান মাহমুদ খন্দকার
বক্তব্য দিচ্ছেন হাসান মাহমুদ খন্দকার

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সারি এম হারুন আল রাশিদ।
এসো হে বৈশাখ এসো এসো বৈশাখী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। শিশুরা বাংলাদেশের লোকসংস্কৃতি তুলে ধরে কয়েকটি নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। কয়েকটি ম্যাজিকও প্রদর্শন করা হয়। এ ছাড়া অতিথিদের বৈশাখী খাবার দিয়ে আপ্যায়িত করা হয়।

সংবাদ প্রেরক: বকুল খান ও কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন।