ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইফতার-নৈশভোজ

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার ইসলামাবাদের একটি হোটেলে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। ছবি: বিজ্ঞপ্তি
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার ইসলামাবাদের একটি হোটেলে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। ছবি: বিজ্ঞপ্তি

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার ইসলামাবাদের একটি পাঁচতারকা হোটেলে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। 

স্বাগত বক্তব্য হাইকমিশনার তারিক আহসান বলেন, রমজান মাসে রোজা রেখে মুসলমানেরা সংযম, আত্মশুদ্ধি, বিনম্রতা ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সমবেদনা প্রকাশের প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। এসব মানবিক গুণাবলির চর্চা যদি সারা বছর অব্যাহত থাকে, তবে সমাজ সদাচরণ, নৈতিকতা ও মানবিকতার উচ্চতর স্তরে উপনীত হবে। সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে মুসলিম উম্মাহর উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ মাসের প্রথম দিকে ঢাকায় ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামের মূল্যবোধ’ প্রতিপাদ্য নিয়ে ইসলামি সম্মেলন সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও নৈশভোজে পাকিস্তানের ফেডারেল মন্ত্রী, জাতীয় পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, সিনেটর ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি
ইফতার ও নৈশভোজে পাকিস্তানের ফেডারেল মন্ত্রী, জাতীয় পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, সিনেটর ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি

ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার ও নৈশভোজে পাকিস্তানের ফেডারেল আইন ও বিচারমন্ত্রী চৌধুরী মাহমুদ বশির ভির্ক, জাতীয় পরিষদের সদস্য ইসফানিয়ার এম ভান্ডারা ও মার্ভি মেমন, সাবেক ফেডারেল মন্ত্রী ও সিনেটের নিসার এ মেমন, পররাষ্ট্রবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী নওয়াব জাদা মালিক আমাদ খান, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাহ এম জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, কূটনৈতিক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিরা এবং ইসলামাবাদে প্রশিক্ষণরত বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ইফতার ও নৈশভোজে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।