নাইজেরিয়ায় এমআরপি ও এমআরভি কার্যক্রম শুরু

একজন প্রবাসী বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্টের ডিজিটাল এনরোলমেন্টের ডকুমেন্ট হস্তান্তর করেন মো. শামীম আহসান
একজন প্রবাসী বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্টের ডিজিটাল এনরোলমেন্টের ডকুমেন্ট হস্তান্তর করেন মো. শামীম আহসান

নাইজেরিয়ার রাজধানী আবুজার বাংলাদেশ হাইকমিশনে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) কার্যক্রম চালু হয়েছে। গত মঙ্গলবার (২৫ জুন) অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ দিন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান দুজন নাইজেরিয়ান নাগরিককে মেশিন রিডেবল ভিসা হস্তান্তর করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরদিন বুধবার (২৬ জুন) তিনি একজন প্রবাসী বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্টের ডিজিটাল এনরোলমেন্টের ডকুমেন্ট হস্তান্তর করেন।

নাইজেরিয়ান নাগরিককে মেশিন রিডেবল ভিসা হস্তান্তর করেন মো. শামীম আহসান
নাইজেরিয়ান নাগরিককে মেশিন রিডেবল ভিসা হস্তান্তর করেন মো. শামীম আহসান

এ সময় নাইজেরিয়া সফররত বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল, মিশনের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদেশি সেবাপ্রার্থী ও প্রবাসী বাংলাদেশিরা সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে হাইকমিশনের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান।

নাইজেরিয়ান নাগরিককে মেশিন রিডেবল ভিসা হস্তান্তর করেন মো. শামীম আহসান
নাইজেরিয়ান নাগরিককে মেশিন রিডেবল ভিসা হস্তান্তর করেন মো. শামীম আহসান

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বাংলাদেশের মিশন চালু হয় ২০১৬ সালের নভেম্বর মাসে। বিজ্ঞপ্তি