হায়রে ধূমপান!

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

হায়রে ধূমপান, 

পুত্র বলে এটা কী খাও
কন্যা বলে বাইরে যাও
বউ বলে ছি, ছি, ছি,
মরলেই বুঝি বাঁচি।
হায়রে ধূমপান,
অফিস কলিগ এড়িয়ে চলে
বস কখন কী যে বলে
জুনিয়ররা রাগে জ্বলে
নারী কলিগ ধার না ধারে।
হায়রে ধূমপান,
রাস্তায় লোকজন গালি ঝাড়ে
পারলে কেউ বা সত্যিই মারে
লাজে মাথা কেটে পড়ে
এত কিছুতেও নেশা না ছাড়ে।
হায়রে ধূমপান,
তুমি কেন এতই মহান
যাচ্ছে যে আজ মান-সম্মান
নেই কী কিছুই তোমার সমান
রাখবে যাহা শির আগুয়ান।
এখনই ছাড়ুন ধূমপান
সুখ-শান্তি যদি পেতে চান।

(ধুমপায়ী ভাইদের জন্য নিবেদিত)

জামিলুর রহমান চৌধুরী: কিগালি, রুয়ান্ডা।