সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক নৈশভোজ

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি'র (এসবিএস) বার্ষিক নৈশভোজ। গত শনিবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সানটেক সিটি কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

উল্লেখ্য, সিঙ্গাপুরে বাঙালি ও বাংলাদেশিদের নিয়ে গড়ে ওঠা সর্বপ্রথম সামাজিক সংগঠন এসবিএস। ১৯৮১ সাল থেকে সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি।

প্রায় চার শ অতিথির উপস্থিতিতে এবারের নৈশভোজ অনুষ্ঠানে নাচ গানে ভরপুর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসবিএসের সভাপতি ড. মিঠুন কুমার সাহা। পরে সকলের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন মো. মোস্তাফিজুর রহমান।

হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সংগঠনের কর্মকর্তারা
হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সংগঠনের কর্মকর্তারা


অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি পরিবারের সেরা চারজন প্রাইমারি স্কুল লিভিং এক্সামিনেশনে (পিএলএসই) সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। শেষ পর্বে ছিল র‍্যাফেল ড্র। বিজয়ীদের হাতে তিনটি সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুর বিমান টিকিট, তিনটি আইফোন এক্স মোবাইল ফোনসহ গিফট ভাউচার দেওয়া হয়।

অনুষ্ঠানে সস্ত্রীক হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও এসবিএসের সভাপতি মিঠুন কুমার সাহা
অনুষ্ঠানে সস্ত্রীক হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও এসবিএসের সভাপতি মিঠুন কুমার সাহা


সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুরুল মান্নান।

তাসরিফ আহমেদ: সিঙ্গাপুর