প্রবাসী-প্রবাসী সম্প্রীতি

প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি

স্বদেশ ও স্বজন ছেড়ে ভিনদেশে জীবনের ঠিকানা গড়া আমাদের পরিচয়—আমরা প্রবাসী। এই প্রবাসেই স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন কারণে অভিবাসী প্রক্রিয়ায় কেউ কেউ সে দেশের নাগরিক, স্থায়ী বা সাময়িক সিটিজেন। কিন্তু মূলত আমরা স্বদেশে ‘প্রবাসী’, ভিনদেশে ‘বিদেশি’। যাপিত জীবনে রক্ত সম্পর্কহীন জনদের সঙ্গেই আমাদের সম্পর্ক অটুট হয়ে ওঠে। সুখ-দুঃখ-আনন্দ-হাসিকান্নায় আমরা তাদের সঙ্গেই কাটিয়ে দিই জীবনের মূল্যবান সময়গুলো। এমনকি মৃত্যুর পর সৎকারেও এই অনাত্মীয়রাই পাশে থাকেন।

প্রবাসীর সঙ্গে প্রবাসীর সম্পর্ক যে কতটা অটুট তা চোখে পড়ল একদা জাপানপ্রবাসী ও বর্তমান ফিনল্যান্ডে থিতু হওয়া রুবেল ও শহীদুল এবং তাদের স্ত্রী সন্তানদের জাপানে বেড়াতে আসার পর। তাদের সান্নিধ্যে আমাদের ব্যস্ত ও আনন্দঘন সময়গুলো কাটানোর মুহূর্তগুলোতে।

দেশে ও প্রবাসে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো দুই-একজন সব সময়ই থাকেন। প্রবাসী রুবেল সেই গোত্রের। সংস্কৃতিমনা, বিনয়ী, সদা হাস্য, পরোপকারী রুবেল তাই জাপানপ্রবাসীদের প্রিয় মুখ। জাপানের ঐতিহ্যবাহী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি কালচারাল একাডেমি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি। জাপানের টেলিকমিউনিকেশন ব্যবসায় বাঙালির যে সাফল্য কাহিনি তার সূচনা হয়েছিল রুবেলের হাত ধরে। হালাল ফুড শপ আজকের ব্যতিক্রম স্টোর শুরু করেছিল রুবেল বন্ধুদের নিয়ে।

প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি

রুবেল বন্ধুপ্রিয় ও আড্ডাবাজ। শুধু নিজে প্রতিষ্ঠিত হবে তা নয়। বন্ধুদেরও প্রতিষ্ঠায় সদা তৎপর। ঢাকায় জমি কেনা, মার্কেটে দোকান কেনা, সব বন্ধুদের নিয়ে। ফিনল্যান্ডে স্থায়ী হয়ে সে জাপানপ্রবাসী বন্ধু শহীদুলকে নিয়ে যায়। দুজনেই এখন হেলসিংকিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

রুবেল ও শহীদুলের জাপান সফরের সময় জাপানপ্রবাসীরা তাঁদের উষ্ণ আতিথেয়তা জানিয়েছেন। প্রথম সাক্ষাৎ হয়েছিল টোকিও শহীদ মিনারে। ফিনল্যান্ডে শখের কৃষিবাগানের সবজি দিয়ে রান্নার দাওয়াতে চিবা কেনের একটা কমিউনিটি সেন্টারে সমবেত হয়েছিলাম আমরা অনেকে ৪১ সেলসিয়াসের দাবানল অগ্রাহ্য করে। তারপর প্রায় প্রতিটি দিনই কাজ শেষে তাদের নিয়ে ছিল জমজমাট আড্ডা।

দল মত নির্বিশেষে সবার উপস্থিতি প্রমাণ করে ওদেরকে আমরা কতটা ভালোবাসি। স্বরলিপির প্রতিষ্ঠাতা আজাদ-রেনু দম্পতি, হাকিম-মনি দম্পতি, সানি-বহ্নি দম্পতি, বাবু-কনক দম্পতি, তনুশ্রী-গোলদার দম্পতি এদের সবার বাসায় রুবেল–শহীদুল কেন্দ্রিক আড্ডায় আমরাও ছিলাম শরিক।

প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি

ভালো থাকুক ওরা। অটুট থাকুক প্রবাসীদের সঙ্গে প্রবাসীদের সৌহার্দ্য।
...

কাজী ইনসানুল হক: টোকিও, জাপান।

প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি
প্রবাসী-প্রবাসী সম্প্রীতি