টরন্টোয় ফেনীবাসীর বনভোজন ৫ আগস্ট

কিডসটাউন ওয়াটার পার্ক। সংগৃহীত
কিডসটাউন ওয়াটার পার্ক। সংগৃহীত

কানাডার টরন্টো ও এর আশপাশ এলাকায় বসবাসরত বৃহত্তর ফেনীবাসীর বনভোজন অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট রোববার। এবারের বনভোজন হবে কিডসটাউন ওয়াটার পার্কের লা এমোরক্সে। স্কারবোরোর ৩১৫৯ বার্চমাউন্ট রোডে এর অবস্থান। ইন্টারসেকশন বার্চমাউন্ট ও ম্যাকনিকল। এটি হচ্ছে সিটি অব টরন্টো পরিচালিত একমাত্র ওয়াটার পার্ক।

তৃতীয়বারের মতো আয়োজিত এ বনভোজনে ফেনীবাসীরা পরিবার পরিজনসহ অংশগ্রহণ করবেন। আয়োজকদের আশা, এবার বিপুলসংখ্যক ফেনীবাসী বনভোজনে অংশগ্রহণ করবেন।

বনভোজন চলবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারও বনভোজনে থাকছে র‍্যাফেল ড্র, শিশুদের জন্য মজার মজার খেলা, নারীদের পিলোপাসিং, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর মধ্যাহ্নভোজে রয়েছে নানা মুখরোচক খাবার।

কিডসটাউন ওয়াটার পার্ক। সংগৃহীত
কিডসটাউন ওয়াটার পার্ক। সংগৃহীত

এ বছর অংশগ্রহণকারী প্রতিজনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ ডলার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে ফেসবুকে অথবা ইমেইলে <[email protected]> এই ঠিকানায়। এ ছাড়া ২৮৯৭ ডেনফোর্থ অ্যাভিনিউর জুয়েলার্স প্লাসে (জসিম উদ্দিন) অগ্রিম টিকিট কিনেও রেজিস্ট্রেশন করা যাবে। বিজ্ঞপ্তি