শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা ম্যানিটোবায়

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ

কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ক্যাম্পাস গতকাল শনিবার (৪ আগস্ট) মুখরিত ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস ইন বাংলাদেশ’ স্লোগানে। বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে হামলার ঘটনার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব ম্যানিটোবাতে।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ

বিকেল ৩টার মধ্যে প্রায় দুই শ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হন। তাদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। তারা বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সহিংস হামলার নিন্দা জানান। তারা সরকারের প্রতি শিশুদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ

সাধারণ বাংলাদেশিদের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে ম্যানিটোবার কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (সিবিএ) সভাপতি নাসরিন মাসুদ, সহসভাপতি হেলাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়সাল শিবলী, এস এম এ রানা, সানজিদা, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী ও এ এই ফাহিম প্রমুখ।

কানাডার মিডিয়া এ আয়োজনের খবর ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রচার করে।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ম্যানিটোবায় সমাবেশ