নিরাপদ সড়কের দাবি সমর্থন ইস্তাম্বুলপ্রবাসীদের

ইস্তাম্বুলপ্রবাসীদের নিরাপদ সড়কের দাবি সমর্থন
ইস্তাম্বুলপ্রবাসীদের নিরাপদ সড়কের দাবি সমর্থন

সম্প্রতি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থীর হত্যার বিচার এবং নিরাপদ সড়কের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছেন তুরস্কের ইস্তাম্বুলপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (৭ আগস্ট) ইস্তাম্বুলের ইয়েনিকাপি স্কয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই প্রতিবাদে সংহতি প্রকাশ করেন। ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভিন্ন শহর থেকে আসা শিক্ষার্থীরাও যোগ দেন এই প্রতিবাদে। এ ছাড়া সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন প্রবাসী পেশাজীবীরাও।

ইস্তাম্বুলপ্রবাসীদের নিরাপদ সড়কের দাবি সমর্থন
ইস্তাম্বুলপ্রবাসীদের নিরাপদ সড়কের দাবি সমর্থন

কর্মসূচিতে উপস্থিতরা দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির দ্রুত সমাধান আশা করে বলেন, দেশের সড়কগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতির লক্ষ্যে ছাত্রদের উত্থাপিত নয় দফা দাবি অতি সত্তর বাস্তবায়ন জরুরি। নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
...

এজাজ কাদরী: ইস্তাম্বুল, তুরস্ক।