সম্পর্কের তৃষ্ণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মনেৱ দেয়াল কোণঠাসা

দ্বিধা আর দ্বন্দ্বের খেয়াল।
ক্রোধের কাছে পিষ্ট
ব্যক্তি স্বাতন্ত্র্য,
কণ্ঠস্বর ভারসাম্যহীন।

মিথ্যায় অবরুদ্ধ
অন্ধ অহংকার
আজ পদদলিত।
সত্যের পরোয়ানা
মঞ্চস্থ অভিনয়ের
হিসাবের খাতায়।

লিখিত প্রাপ্য বিলীন হয়
অলিখিত সম্পর্কের
ভোগ দখলে।
আজ তাই
বেহিসাবি প্রাচ্য
অভিলাষী ভিখারিনীর পদতলে।

চিতার আগুনে জ্বলছে
মানবজাতির বিবর্ণ মনুষ্যত্ব।
প্রতিটি স্নায়ুতে চাপা পড়ে আছে অহংবোধের কালো পাথর।
শ্মশানঘাটে নির্ঘুম রাত্রি
অপেক্ষার প্রহর গুনছে
আর কতকাল,
কতকাল পরে ছাই হবে
চিতার আগুন?
...

উইলি মুক্তি: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।