রঙিন ফানুস

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

রঙিন পানিতে মিশ্রিত
সাদাকালো স্বপ্ন
রক্ত কণিকায় ঘৃণিত
বিষাদের নীল সমুদ্র
ঝলমলে ঝাড়বাতির নিচে
নগ্ন কথোপকথন।
ধূমায়িত হলো ঘরে
সুধা পানের নেশায় বুঁদ
হয়ে আছে জ্ঞানহীন মানুষ,
যেন অমৃতের অবগাহন!
অন্যদিকে নৃত্যে মাতাল 

লেখিকা
লেখিকা

থাকে সহস্র রঙিন ফানুস।
আত্মত্যাগের কাছে
পরাজিত স্বপ্নিল চাঁদোয়া
উপেক্ষিত নিঃসাড় দেহ,
প্রাণ, আত্মা গুমরে ওঠে
ধ্বনিত হয় বিবর্ণ অন্তরাত্মার
আর্তনাদ,
মখমলের চাদরে গুণ্ঠিত
হৃদয়ের রক্তক্ষরণ।
...
উইলি মুক্তি: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।